ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভারী যানচলাচল বন্ধ

পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ী রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে

পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ী রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে

রংপুরের পীরগঞ্জ উপজেলার জন গুরত্বপূর্ণ বড়দরগাহ - ভেন্ডাবাড়ী পাকা রাস্তাটিতে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুরো রাস্তায় ক্ষতের সৃষ্টি হওয়ায় বন্ধ রয়েছে ভারী যান চলাচল এবং হালকা যানবাহন চলাচলও হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ ।

একাধিক সূত্র ও সরেজমিন জানা গেছে, বংপুর –বগুড়া মহাসড়ক সংলগ্ন বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ীগামী ১২ কিলোমিটার দৈর্ঘ্য এ পাঁকা রাস্তাটি ৪টি ইউনিয়ন বাসীর যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম। রংপুর বিভাগীয় শহরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এ রাস্তাটি গুরুত্ব অপরিসীম । যে কারণে রাস্তাটিতে প্রতিনিয়ত চলাচল করে হালকা যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সহ ভারী যানবাহন ।

এদিকে গত দু’বছর পূর্বে রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের মাঝে যোগাযোগের ক্ষেত্রে স্বস্তি ফিরে এসেছিল । পরবর্তীতে রাস্তাটি দিয়ে বালু পরিবহনে ড্রাম ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় । এ ছাড়া রাস্তাটি সংস্কারের সময় উপরি ভাগ সমতল থাকায় বৃষ্টির পানি জমে থাকত। এমতাবস্থায় রাস্তাটিতে যানবাহন চলাচল অব্যাহত থাকার কারণে অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে । সার্বিক এ পরিস্থিতির কারণে বর্তমানে রাস্তাটিতে কোন ভারি যানবাহন চলছে না এবং হালকা যানবাহনে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সর্ব সাধারণকে উক্ত রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই উক্ত রাস্তা সংস্কারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছেন ।

রাস্তাটির ব্যাপারে ৮ এপ্রিল পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসাদুজ্জামান বাপ্পী রাস্তাটির নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, চলতি অর্থ বছরে রাস্তাটি মেরামতের কোন সুযোগ নেই। তবে আগামী অর্থ বছরে রাস্তাটি মেরামত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

পীরগঞ্জ,রাস্তা,ঝুঁকিপূর্ণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত