নোয়াখালীতে খাওয়ার সময় গলায় ভাত আটকে বাপ্পী (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে লেখাপড়া শেষে খাওয়ার সময় বাপ্পীর গলায় ভাত আটকে যায়। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাপ্পী পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের রিপন গাজীর ছেলে। তিনি এ বছর নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
তার পরিবার নোয়াখালী বসবাস করেন। বাপ্পীর বাবা রিপন গাজী সেখান কন্ট্রাক্টটর হিসেবে কাজ করেন।
বাপ্পীর চাচা রাকিবুর রহমান বলেন, ভাত খাওয়ার সময় গলায় তা আটকে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান স্ট্রোক হয়ে বাপ্পী মারা গেছেন। বাপ্পীর লাশ নোয়াখালী থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।