সিরাজগঞ্জের সয়দাবাদ রেল ষ্টেশনে সব ধরণের আন্ত:নগর ট্রেন বিরতির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শনিবার দুপুরের দিকে যমুনা সেতু পশ্চিপাড় ওই স্টেশনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যমুনা নদীর বুকে নির্মিত রেলসেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ইতিমধ্যেই রেল চলাচল শুরু হয়েছে। জনস্বার্থে আর্ন্তজাতিক মানের সয়দাবাদ রেলষ্টেশন নির্মাণ করা হয়েছে। এ স্টেশনে কোন ট্রেন বিরতির না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে জন সাধারণ। এজন্য রেল কর্তৃপক্ষ দ্রæত এ স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে সিরাজগঞ্জসহ উত্তরের মানুষের যাত্রা নিশ্চিত এবং ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। সরকার জরুবী পদক্ষেপ না নিলে আগামি কয়েক দিনের মধ্যে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। এদিকে এ মানববন্ধন চলাকালীন ঢাকা অভিমুখী একটি ট্রেনকে বিক্ষুদ্ধ জনতা থামিয়ে দেয়া হয় এবং ট্রেনটি ঘিরে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ জনতা। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।