সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়ধুনাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাবশালী দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় গ্রæপের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালী দু’গ্রæপের মধ্যে আধ্যিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শনিবার সকালে উভয়গ্রæপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।