ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বর্ণিল সাজে সাজছে চরনিকেতন

ঈশ্বরদীর চরগড়গড়িতে ৩ দিনের বৈশাখী উৎসব

ঈশ্বরদীর চরগড়গড়িতে ৩ দিনের বৈশাখী উৎসব

বাংলা নববর্ষকে ঘিরে ঈশ্বরদীর চর গড়গড়ি গ্রামে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘চরনিকেতন বৈশাখী সাহিত্য উৎসব-১৪৩২’। আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল (সোমবার, মঙ্গলবার ও বুধবার) এই আয়োজন বসবে চরনিকেতন সাহিত্য-সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাপল্লীতে।

আয়োজকেরা জানিয়েছে, প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশ থেকে শতাধিক কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা অংশ নিচ্ছেন এই উৎসবে। থাকছে কবিতা পাঠ, আবৃত্তি, বই উন্মোচন, গীতিনাট্য, লাঠিখেলা, জারিগান, শোভাযাত্রা ও আরও নানা রকম দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা। এই উৎসবের পেছনে রয়েছেন বাংলা সাহিত্যের কবি ও গবেষক মজিদ মাহমুদ।

প্রসঙ্গত, ২০১৬ সালে শুরু হওয়া এই বৈশাখী উৎসব এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত বার্ষিক আয়োজন হিসেবে। তবে চর গড়গড়ির এই রূপান্তরের শুরু আরও আগে- ১৯৯৪ সাল থেকে মজিদ মাহমুদের স্বপ্ন ও সাধনায়। তার হাত ধরেই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, স্থায়ী কাব্যমঞ্চ, মুক্তিযুদ্ধ স্মৃতি পাঠাগার, প্রবীণদের জন্য সামাজিক কেন্দ্র, মসজিদ এবং নির্মাণাধীন একটি আধুনিক হাসপাতাল।

এদিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় ১৪৩২ বঙ্গাব্দের বৈশাখী (লোকজ) মেলার আয়োজন করেছে।

আর যারা এবারের মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, তাদেরকে লটারির মাধ্যমেই স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে বর্ষবরণে আনন্দের কোনো ঘাটতি না থাকে, কোনো মনঃকষ্ট না থাকে।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, মেলা শুরু হবে পহেলা বৈশাখ সকাল ৮টায় ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে, যা আলহাজ্ব মোড় অতিক্রম করে পৌঁছাবে ঈশ্বরদী ডাকবাংলো প্রাঙ্গণে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবারের বৈশাখী লোকজ মেলা।

ঈশ্বরদী,চরগড়গড়ি,বৈশাখী উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত