ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম শেখকে (৫০) ফরিদপুরের টেপাখোলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা শামীম হাসান সরদার।

গ্রেপ্তার কালাম শেখ রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুর এলাকার মৃত গেন্দু শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত পৌনে ৪টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানার টেপাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত জিআর মামলা নম্বর ২২৭/২৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি কালাম শেখকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা শামীম হাসান সরদার।

ধর্ষণ,মামলা,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত