ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

সিরাজগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় একটি সাদা রঙের মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে ঘুরে এখন এ হনুমান কলা ও পাউরুটি খাচ্ছে। এ হনুমানটি জনতার ভিড় দেখা মাত্র ভয়ে লাফিয়ে অন্যত্র চলে যায়। আবার কলা বিস্কুটসহ অন্যান্য খাবার দিলেই ফিরে আসে। এ হনুমানের সাথে সেলফিও তুলছে উৎসুক জনতা।

জানা যায়, দুই দিন ধরে ওই পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাড়ি বাগান ও বিভিন্ন দোকানে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে এবং উৎসুক জনতার দেয়া পাউরুটি ও কলা খাচ্ছে। তবে অনেকের খাবার নিচ্ছে না ওই মুখপোড়া হনুমান। সাদা রঙের মুখপোড়া হনুমানটি দেখতে ভিড় জমাচ্ছে শিশুসহ নারী পুরুষেরা। এ হনুমান কোথায় থেকে এলো জনমনে এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে একজন বন কর্মকর্তা ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার বড়াল নদী এলাকায় সাদা রঙ্গের মুখপোড়া এ হনুমানের দেখা মেলে। শুক্রবার সকাল থেকে শাহজাদপুর পৌর এলাকার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং ওইদিন সন্ধ্যায় পৌর এলাকার শাহপাড়া মহল্লায় দোকান ও ঘরের চালে অবস্থান করতে দেখা গেছে।

তার ধারণা, বন বাগানের পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলের সময় দলছুট হনুমান খাবারে সন্ধানে যানবাহনে চেপে বিভিন্ন এলাকায় চলে আসে। এসব হনুমান পরে তাদের গন্তব্যস্থলে ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে এবং সময় মত ওই হনুমান নিজেই ফিরে যেতে পারে বলে তারা জানান।

সিরাজগঞ্জ,মুখপোড়া হনুমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত