ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম সমিতির আহ্বায়ক হাশেম, সদস্য সচিব ফরিদ

চট্টগ্রাম সমিতির আহ্বায়ক হাশেম, সদস্য সচিব ফরিদ

ঢাকাস্থ চট্টগ্রাম বাসীর বৃহৎ সংগঠন ‘চট্টগ্রাম সমিতি-ঢাকা’-এর পুরাতন কমিটি বাতিল করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলের নানা কার্যক্রমের সাথে জড়িত থাকায় দীর্ঘদিন পুরাতন কমিটি নিয়ে অসন্তোষ বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে শনিবার সমিতির জীবন সদস্যদের নিয়ে সমিতির মিলনায়তনে দিনব্যাপী এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির জীবন সদস্য প্রফেসর মুহম্মদ মুসা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ জীবনসদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে পূর্বের কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছয় মাসের জন্য একটি এডহক কমিটি ঘোষণা করা হয়। সভায় এম. এ. হাশেম রাজুকে আহ্বায়ক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খানকে সদস্য সচিব মনোনীত করে ৩৯ সদস্যের এডহক কমিটি ঘোষণা করা হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান, নাছির উদ্দিন মিজান, মো. আরিফ, মো. জহির উদ্দিন পিয়াল, মো. হাসান আল মাহমুদ, মোহাম্মদ জাকারিয়া হোছাইন, ছাত্রনেতা নাসির উদ্দিন শাওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবু, মঞ্জুর মোর্শেদ মামুন, আবদুর রহমান রাসেল, আবু সাদেক কাইয়ুম, মো. ইসমাইল, আনিসুর রহমান ও মো. আবু তৈয়ব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. ফরিদ উদ্দিন খান।

সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে সমিতির কর্মকাণ্ড অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দায় পরিচালিত হয়ে আসছিল। এছাড়া চট্টগ্রাম সমিতির সাবেক কিছু কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর হিসেবে জুলাই-আগস্টে ন্যাক্করজনক ভূমিকায় সম্পৃক্ত ছিল এবং তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্তদের অর্থ সহযোগিতা দিয়ে আসছিল। তাই ফ্যাসিস্টদের অব্যাহতি ও দেশপ্রেমে উদ্ধুদ্ধের নেতৃত্বে চট্টগ্রাম সমিতি-ঢাকা পরিচালনার দাবি জনদাবিতে রুপান্তর হয়েছিল। বক্তারা নতুন আহ্বায়ক কমিটি চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটি আগামী ১৪ এপ্রিল বাংলা নর্ববর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ভবনে সারাদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করবে বলে জানিয়েছে।

চট্টগ্রাম সমিতি,আহ্বায়ক,সদস্য সচিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত