সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়ধুনাইল গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে মদিন মোল্লা (৫৪) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত সগির মোল্লার ছেলে। এতে আহত হয়েছে কমপক্ষে ২১ জন। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে জাফর ও রাজ্জাক গংদের মধ্যে বিরোধ চলে আসলিছ দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শুক্রবার রাতে রাজ্জাক গং প্রতিপক্ষের বাড়িঘর ঘেরাও করে রাখে। এ নিয়ে শনিবার সকালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার সকালে উভয়গ্রæপের মধ্যে আবারো সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে দেশীয় অস্ত্রেসস্ত্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ রক্তক্ষয়ী সংঘর্ষে মদিন মোল্লা নিহত হন এবং উভয়গ্রæপের ২১ জন আহত হয়েছে। সংঘর্ষকারীরা বাড়িঘর ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।