সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতি এলাকায় এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে রোববার দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভ‚মি) আফিফান নজমু। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে ওই চিপস কারখানা স্থাপন করে। যেখানে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করা হয়েছে নিম্নমানের চিপস। এ কারখানার শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে রোদে শুকাতে দেয়া হয়েছে নানা রঙের চিপস।
চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল ম‚ত্র ত্যাগ করছে। এ চিপস তৈরিতে ব্যবহার করা হচ্ছে দুর্গন্ধযুক্ত পানি। চিপস তৈরির মেশিনের নিচেই দেখা যায় স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং চিপস তৈরিতে ব্যবহার করছে আলুর বদলে ময়দা। এছাড়া বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে এগুলো উৎপাদন করা হচ্ছিল। এসব অভিযোগে ওই কারখানায় অভিযান চালিয়ে উল্লেখিত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান সহ বাংলাদেশ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।