যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়েনের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, বিভিন্ন খাদ্যদ্রব্য, তৈরি পোশাক ও কসমেটিকস। তবে কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবির চৌকস টহলদল আজ রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিশমিশ, বিভিন্ন খাদ্যদ্রব্য, তৈরি পোশাক এবং কসমেটিকস জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, দীর্ঘ দিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানের মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।