ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলা নববর্ষে রাঙামাটি জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষে রাঙামাটি জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে রাঙামাটি জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

‌সোমবার ( ১৪ এপ্রিল) নববর্ষের সকালে রাঙামাটি শহরের বনরুপা চৌমুহনী চত্বর থে‌কে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জেলা বিএন‌পির কার্যালয় সাম‌নে এসে। এতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বর্ণিল পোশাকে অংশগ্রহণ করেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে এই শোভাযাত্রা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন জানান, “বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এই ধরনের আয়োজনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক চেতনায় সমাজকে ঐক্যবদ্ধ করতে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন কে‌ন্দ্রীয় বিএন‌পির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দী‌পেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপি'র সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ।

বাংলা নববর্ষ,রাঙামাটি,বিএনপি,বৈশাখী শোভাযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত