ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

কাউখালীতে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

কাউখালীতে শুভ নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, র‌্যালি, বৈশাখী মেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে বর্ষবরণের এই সমস্ত অনুষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোলায়মান, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবীর, জাসসের উপজেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সুব্রত রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে উপজেলার বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিনোদন কেন্দ্রে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আহাসান কবিরের নেতৃত্বে বর্ষবরণ উপলক্ষ্যে আলাদা র‌্যালি ও শোভাযাত্রা বের করেন।

কাউখালী,বাংলা নববর্ষ,আনন্দ শোভাযাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত