ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ঈশ্বরগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির প্রাণের উৎসব ১৪৩২ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন।

উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হাঁড়ি ভাঙ্গা খেলা, দড়ি টান খেলাসহ বিভিন্ন সেগমেন্ট অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ,বাংলা নববর্ষ,পালিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত