ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ পালিত

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ পালিত

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে।

সোমবার সকাল থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উৎসব পালন করে।

একই সময় জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এবং তিনি পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

জেলা পুলিশের আয়োজনে পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে প্রসূন থিয়েটার, স্বপ্ন দুয়ার ও লালন একাডেমির আয়োজনে পান্তা ইলিশের আপ্যায়ন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

দুপুরের দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং জাসাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা নববর্ষ পালন করেছে।

এদিকে জেলার সবকয়টি উপজেলায় নানা আয়োজনে পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সিরাজগঞ্জ,পহেলা বৈশাখ,পালিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত