ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সংঘর্ষে নিহতের ঘটনায় সিরাজগঞ্জে ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা

সংঘর্ষে নিহতের ঘটনায় সিরাজগঞ্জে ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়ধুনাইল গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মদিন মোল্লা (৫৪) নিহতের ঘটনায় মামলা হয়েছে। তার স্ত্রী রঙ্গিলা খাতুন বাদী হয়ে ৬৪ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরদ্ধে সংশ্লিষ্ট থানায় এ মামলা দায়ের করেন। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে জাফর ও রাজ্জাক গংদের মধ্যে বিরোধ চলে আসলিছ দীর্ঘদিন ধরে। এরই জের ধরে উভয় গ্রæপের মধ্যে রোববার সকালে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ভাংচুর ও লটপাটের ঘটনাও ঘটে এবং এ সংঘর্ষে ওই গ্রামের মদিন মোল্লা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের পর সোমবার দুপুরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে রোববার মধ্যেরাতে এ মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার অভিযূক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে। এদিকে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

মামলা,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত