ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলার কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, সমাজসেবা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা মো. জাকির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান পাটওয়ারী, শিল্পকলা একাডেমীর দায়িত্ব প্রাপ্ত গাজী সালাউদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ কবির আহমেদ, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহীউদ্দিন আল আজাদ সহ সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

সকালে প্রথমে ইউএনও মহোদয়ের বাংলোয় আমন্ত্রিত অতিথিবৃন্দ পানতা ভাত, আলু ভর্তা, শুঁটকি ভর্তা ও রুই মাছ দিয়ে ভোজন পর্ব সম্পন্ন করেন।

হাজীগঞ্জ শিল্পকলা একডেমির সঙ্গীত প্রশিক্ষক নন্দিতা দাশ ও মিলি সাহা সহ ক্ষুদে শিশুরা হলরুমে 'এসো হে বৈশাখ, এসো এসো'-সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া কবিতা আবৃতি ও গানের মধ্য দিয়ে শেষ হয় পহেলা বৈশাখের এ অনুষ্ঠান।

হাজীগঞ্জ,উপজেলা প্রশাসন,বাংলা নববর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত