ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরণে নারী পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় একটি ট্রাকের চাকা বিস্ফোরণে রীতা জোয়ার্দার (৩৭) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে আশুলিয়ার নয়াপাড়া হাকিম মার্কেট এলাকায় ক্রাউন সিমেন্টের একটি ট্রাকের চাকা বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

নিহত রীতা জোয়ার্দার (৩৭) কুষ্টিয়া জেলার খোকসা থানার হিজলাবর এলাকার আমিরুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়ার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থেকে হলিউড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে রীতা ওষুধ কেনার জন্য বাসার নিকটবর্তী একটি ফার্মেসিতে যায়। এ সময় পাশের সড়ক দিয়ে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক যাচ্ছিল। পরে ওই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে রীতা আক্তার গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণের পর স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে। পরবর্তীতে পরিবারের কোন অভিযোগ না থাকায় ট্রাকটিকে ছেড়ে দেয় পুলিশ। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আশুলিয়া,পোশাক শ্রমিক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত