ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পাকশীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

পাকশীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে ইউনিয়নের দিয়াড় বাঘইলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের দাওয়াতি পক্ষ (১১-২৫ এপ্রিল) পালন উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

পাকশী ইউনিয়ন জামায়াতের আমির হোমিওপ্যাথিক চিকিৎসক মো. ইবনুল কায়সার রাজ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ সানোয়ার হোসেন শাহিন।

সমাবেশে পাকশী ইউনিয়ন জামায়াতের সকল ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।

পাকশী,জামায়াত,দায়িত্বশীল সমাবেশ,অনুষ্ঠিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত