ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন

কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন দাবির প্রেক্ষিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনার ঈশ্বরদীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্রের ক্যাম্পাসস্থ এটিআই থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি আলহাজ মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক ঘুরে পোস্ট অফিস মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—শিক্ষক সংকট নিরসন, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতা থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে আনা এবং এটিকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কেউই ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দেন তারা। প্রয়োজনে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত বলেও জানান শিক্ষার্থীরা।

বর্জন,পরীক্ষা,ক্লাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত