কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী ও একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন।
নিহত কলেজ ছাত্রী উর্মী শিখা (১৯) জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকার মাছ ব্যবসায়ী মো. মহরম আলীর মেয়ে। তিনি কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
অপর নিহত ইমাম আলী আকবর (৩৫) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি সকালে পাগলা মসজিদে মক্তবে শিক্ষকতা করতেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে নিহতদের স্বজনদের বরাত দিয়ে বলেন, "আজ দুপুরে ইমাম আলী আকবর সদর হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। দ্রুত গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, আজ সকাল ১০টার দিকে জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় উর্মী শিখা নিজ বাসা থেকে প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে দর্জির কাজ শিখতে যাচ্ছিলেন। এসময় একটি চলন্ত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি আবদুল্লাহ আল মামুন।