ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সিসা কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার
সিরাজগঞ্জে সিসা কারখানায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হেদারখাল এলাকার সিসা উৎপাদন কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশ উপজেলার পলাশী গ্রামের লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের শামীম হোসেন (৩৪), সাচানদিঘী গ্রামের ইয়াকুব শাহ (২৩), গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াসিম পলান (২৩) এবং বারতুপা গ্রামের জাহিদুল ইসলাম (২৫)।

পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ গভীর রাতে হেদারখাল এলাকার পুরাতন ব্যাটারি গলিয়ে সিসা উৎপাদনকারী একটি কারখানায় ২৫-৩০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। তারা কারখানার শ্রমিকদের বেঁধে রেখে প্রায় সাড়ে ৩৯ লাখ টাকার মালামাল এবং ৭০ হাজার টাকা নগদ লুট করে নেয়।

ঘটনার পর তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন ও এসআই নাজমুলের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।

রোববার (১৩ এপ্রিল) রাতে গাজীপুর থেকে ২ জন ও সোমবার (১৪ এপ্রিল) ভোরে তাড়াশ থেকে আরও ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান, তিনটি চাইনিজ কুড়াল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আবা/এসএস

সিসা,আটক,ডাকাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত