পাবনার ঈশ্বরদীতে পাশের বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনির দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।
স্থানীয়রা জানান, আয়নাল পেশায় একজন অটোবাইক চালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় তিনি ফাতেমা বেগম এর বাড়িতে স্থাপিত গ্যারেজে অটোবাইক চার্জ দিতেন। মঙ্গলবার সন্ধ্যায় চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে আসা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাকিউল আজম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত পদক্ষেপ নেওয়ার হবে।
অপর দিকে ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের পাশে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সৌরভ সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকার শাহান সরদারের ছেলে।