ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি চীন বাংলাদেশে বিশ্বমানের ৩টি হাসপাতাল গড়ার প্রস্তাব দিয়েছেন এবং অবহেলিত রংপুর বিভাগের মধ্যে ১ হাজার শয্যা বিশিষ্ট বিশ্বমানের হাসপাতালটি তৈরি করার কথা বলেছেন। যা আমাদের জন্য অত্যন্ত সুখবর।

কিন্তু রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে ঠাকুরগাঁও পঞ্চগড় বাদে বাকি জেলাগুলোতে মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। শুধু মাত্র এ দুটি জেলায় কোন ভাল প্রতিষ্ঠান নেই।

বক্তারা আরো বলেন, উন্নত চিকিৎসার জন্য আমাদের রংপুরসহ ঢাকায় যেতে যেতে অনেক রোগী পথেই মৃত্যুবরণ করেন।

অবহেলিত ঠাকুরগাঁও জেলায় চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর জেলাগুলোর মানুষ ব্যাপক উপকৃত হবে। বন্ধু রাষ্ট্র চীনের এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়ে হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করার জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অংশ নেন।

চীন-বাংলাদেশ,হাসপাতাল,ঠাকুরগাঁও,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত