ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেরিন ড্রাইভ থেকে বোমা সদৃশ বস্তুর সন্ধান, কর্ডন করে রেখেছে পুলিশ

মেরিন ড্রাইভ থেকে বোমা সদৃশ বস্তুর সন্ধান, কর্ডন করে রেখেছে পুলিশ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ার ওয়েভস পয়েন্ট লিমিটেড নামের একটি নির্মাণাধীন ভবনের পাশে এটি পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ওই এলাকা থেকে এক যুবক হ্যান্ড গ্রেনেডটি দেখে পুলিশকে খবর দেয়। এরপর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই)খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হ্যান্ড গ্রেনেড বা বোমা সদৃশ বস্তুটি দেখতে পান।

এ বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থলটি থানা পুলিশের মাধ্যমে কর্ডন করে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত আছে।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, সন্ধান পাওয়া হ্যান্ড গ্রেনেডটি ধ্বংসের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট তা ধ্বংস করবে।

মেরিন ড্রাইভ,বোমা,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত