ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক পল্লি ভেটেরেনারি চিকিৎসক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সিদলা ইউনিয়নে পিতলগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম আন্নাছ পিতলগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। তিনি পল্লি ভেটেরেনারি চিকিৎসার পাশাপাশি ভেটেনারি ওষুধের ব্যবসায়ী ছিলেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আজ দুপুরে গরুর খামারে বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে দুধ দোহন করতে যান আমিনুল ইসলাম আন্নাছ। এসময় মেশিনের বৈদ্যুতিক তার লিকেজ থাকায় লিকেজের ওই অংশ শরীরের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মারুফ হোসেন।

বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত