সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।
এ সড়ক অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দেয়ার রায়ের প্রতিবাদে বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে ।
এতে আঞ্চলিক সড়কসহ শহরের প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সংবাদে জেলা আর্মির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেনাবাহিনীর সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে যান।
এ সময় সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। এ আশ্বস্তে ছাত্ররা তাদের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এবং সেখানে আর কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।