ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৭ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক কাইয়ুম, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী ও সদস্য হাফিজুল ইসলাম।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত নেতাদের একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। কেন্দ্রের নির্দেশে বুধবার তাদের বহিষ্কার করা হয়েছে এবং এখন থেকে তাদের অপকর্মের দায় দল বহন করবে না।

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

বহিষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত