যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চলমান এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন প্রকাশের (আপলোড) ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এ জিডি করেছেন।
ইতোমধ্যেই এ ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে। চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সকালে চলমান এসএসসি পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘আমাদের চৌহালী গ্রুপ’ নামে একটি গ্রুপে ইংরেজি প্রথম পত্র প্রশ্ন আপলোড করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের তৎপরে সকাল ১১টার দিকে গ্রুপ থেকে আপলোডকারীরা ওই প্রশ্নপত্র সরিয়ে ফেলেন।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে ওই গ্রুপের অ্যাডমিন মোঃ মনিরুল ইসলাম ও সানজিদা ইসলামের বিরুদ্ধে চৌহালী থানায় এ জিডি করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, ‘আমাদের চৌহালী গ্রুপে’ ইংরেজি প্রথম পত্রের আপলোড করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে কোন প্রভাব পড়েনি। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। এ জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি ।