ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধুলিয়াখাল পয়েন্টে এই অবরোধ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান- বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকা সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহের ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। এ সময় তারা ছয় দফা দাবি উপস্থাপন করে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
পরে প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর বেলা ১ টার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন।