কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ শামছুল হক।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়াইবাড়ী এলাকা ও বারবান্দা নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৭-৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়াইবাড়ী সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এছাড়া ওই রাতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬৬-১-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারবান্দা নামক এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা।