ঢাকা সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান 

আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান 

আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ এর নেতৃত্বে আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় দুদক কর্মকর্তারা আশুলিয়া সাব-রেজিস্ট্রোর অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আবাসিক জমিতে ভবন থাকা সত্ত্বেও ভবন না দেখিয়ে দলিল রেজিস্ট্রি করা, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের তথ্য পান।

অনুসন্ধান শেষে ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে।এসব বিষয়ে আমরা সাব-রেজিস্ট্রারকে সতর্ক করেছি।এখানে যে সকল রেকর্ডপত্র পেয়েছি, সেগুলোর আলোকে আমরা কমিশন রবারব একটি প্রতিবেদন জমা দেব। পরবর্তীতে কমিশনের নিদের্শনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।

দুদক,অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত