ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় আ.লীগের ৬ নেতা গ্রেফতার

সাটুরিয়ায় আ.লীগের ৬ নেতা গ্রেফতার

বিশেষ অভিযানে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা (৩৯), বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন (দুর্লভ) (৪২) বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য জুহিরুল ইসলাম (৩৬), দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া (৪৫), দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, সুজন মিয়া (৪৪) এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম (৪৪)।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম সাটুরিয়ায় একযোগে ৬ আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করল থানা পুলিশ।

সাটুরিয়া,আওয়ামী লীগ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত