ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আকরাম হোসেন (৪৫) নামের এক বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আকরাম পেশায় বাসচালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকরামের মেয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবকের দ্বারা উত্ত্যক্ত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করেন আকরাম হোসেন। এক পর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। বুধবার রাতে সেই বখাটের দল আকরামের ওপর অতর্কিতে হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক হাসান বলেন, তালাইমারিতে বখাটেদের হামলায় গুরুতর আহত হন আকরাম হোসেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উত্ত্যক্ত,প্রতিবাদ,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত