সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের মামলার অন্যতম আসামি কামরুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সে কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে। সলংগা থানার ওসি (তদন্ত) মনজিৎ নন্দি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার সকালে ওই থানা এলাকার আলোকদিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী আহাদ আলী পাঁচলিয়া বাজার এলাকায় একটি পাকা ঘরের কক্ষে বিশেষ কৌশলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার পর ধর্ষক ওই পরীক্ষার্থী পালিয়ে যায়। এ বিষয়টি নির্যাতিত ছাত্রী তার নানার বাড়ির পরিবারকে জানায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় শহীদ এম মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নানার বাড়ি থেকে স্থানীয় হাই স্কুলে লেখাপড়া করে।
এ বিষয়ে প্রাথমিকভাবে আপস মীমাংসায় ব্যর্থ হয় স্থানীয়রা। অবশেষে এ ব্যাপারে মঙ্গলবার রাতে ওই পরীক্ষার্থীকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।