যমুনা সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলো, চট্রগ্রামের পটিয়া উপজেলার জিরিগ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের ছেলে শ্রী প্রান্তনাথ (২৭) ও নওগাঁর ধামইরহাট উপজেলার মোরোলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৪)।
র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।