ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ট্রাকসহ ৯ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সাতক্ষীরায় ট্রাকসহ ৯ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সাতক্ষীরায় ভারতীয় শাড়ি, থানকাপড়, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ ট্রাকভর্তি ৯ কোটি টাকার বিপুল পরিমাণ মালামাল আটক হয়েছে।

বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরালানীকে আটক করতে সক্ষম হয়নি। জব্দকৃত ট্রাকসহ মালামালের মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, একটি চোরাচালানি চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় সংলগ্ন লস্কর ফিলিং স্টেশনের সামনে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরাচালানীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। পরে ট্রাক থেকে ২২৬১ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, ৮৯৯১ গজ জর্জেট টিস্যু থান কাপড়, ২১০০ কেজি পোস্তদানা, ৮০০ কেজি জীপসাম পাউডার ও ৮৬৩৭ কেজি সিরামিক পাউডার জব্দ করেন। জব্দকৃত ট্রাকসহ উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা বলে বিজিবি জানায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারিরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র মতে জানা গেছে, আটক ট্রাকটির মালিক দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। শরিফুল গত ৪ মাস আগেও পোল্ট্রি মুরগির ব্যবসা করতো। তবে এলাকাবাসী জানায়, শরিফুল কিছুদিন আগে থেকে আলাদিনের চেরাগ পেয়েছে। যার কারণে সে তার কোমরপুরে ৩ তলা বাড়ি বানাচ্ছে। এছাড়া গত ৪/৫ দিন আগে সে একটি দামি মোটরসাইকেল ও ২টি ট্রাক কিনে নিয়ে এসে বাড়ির সামনে রেখে এলাকাবাসীকে দেখায়। রাতারাতি এত টাকা সে কোথা থেকে পেলো এটাই প্রশ্ন এলাকাবাসীর। আটককৃত মালামালগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভুয়া এলসির মাধ্যমে এনে ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানা গেছে।

সাতক্ষীরা,ভারতীয় পণ্য,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত