ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাট উৎপাদনকারী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাট উৎপাদনকারী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী কৃষকদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর পাটচাষ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার শাহাদাত, মূখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী এবং উপজেলা পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।

প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২,৩০০ কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি পাট বীজ এবং ১২ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগে অত্যন্ত খুশি এবং তাদের মতে, এই প্রশিক্ষণ ও উপকরণ ভবিষ্যতে পাট উৎপাদনে সহায়ক হবে।

পাট,কৃষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত