ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুরে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রংপুরে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিস এই সেমিনার আয়োজন করে।

প্রধান অতিথি বক্তৃতায় সচিব বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) আমাদের সকলের জন্য উন্নয়নের একটি সম্মিলিত রূপরেখা হিসাবে কাজ করছে। এসডিজি সফলভাবে বাস্তবায়ন করার জন্য স্থানীয় পর্যায়ে এর সঠিক প্রয়োগ প্রয়োজন। এসডিজি লক্ষ্যসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে এই লক্ষ্যগুলোকে আঞ্চলিক চাহিদা এবং সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক দিপীকা বিশ্বাস। কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত