ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশকে বাড়ি দেখিয়ে দিয়ে মামলার আসামী বিএনপি নেতা !

পুলিশকে বাড়ি দেখিয়ে দিয়ে মামলার আসামী বিএনপি নেতা !

রংপুরের পীরগাছায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পুলিশকে দেখিয়ে দেওয়ার পর বিএনপি নেতা রেজাউল ইসলামকে মামলার আসামী করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা ও স্থানীয়রা।

জানা গেছে, পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের আনন্দি ধনিরাম গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মার্চ রাতে একটি খড়ের ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরদিন আওয়ামী লীগ কর্মী মোসলেম উদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। চার মাস আগে দখলকৃত একটি জমিতে তিনি ঘর নির্মাণ করেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের রাতে তারা স্থানীয় বিএনপি নেতা ও পারুল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও শিক্ষক আলমগীর প্রামানিককে ঘটনাস্থল দেখিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ৩ এপ্রিল দায়ের হওয়া মামলায় রেজাউল ইসলামকেই ওই ঘর পোড়ানোর ‘হুকুমদাতা’ হিসেবে আসামী করা হয়।

ঘটনার পরপরই পীরগাছা উপজেলা বিএনপি নিন্দা জানিয়ে বলেছে, “রেজাউল ইসলাম শুধু পুলিশকে পথ দেখিয়েছে, অথচ তাকেই মামলায় আসামী করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বলেন, “একটি খড়ের ঘরে ১ লাখ ১০ হাজার টাকা রাখা ছিল—এ দাবি হাস্যকর। তদন্ত হলেই সব পরিষ্কার হবে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক আলমগীর প্রামানিক বলেন, “আমি আর রেজাউল ইসলাম শুধু পুলিশকে ঠিকানা দেখিয়ে দিয়েছি। এতে যদি মামলা হয়, তবে আর কেউ পুলিশের ডাকে সাড়া দেবে না।”

এ ব্যাপারে মামলার বাদি মোসলেম উদ্দিন বলেন, ঘর পোড়ানোর পর বিভিন্ন মাধ্যমে জানার পর তাকে আসামী করা হয়েছে। ছোট্ট একটি খড়ের ঘরে এক লাখ ১০ হাজার টাকা চুরি ও এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি বিষয়ে তিনি কোন উত্তর দেননি। এতো টাকা রেখে খড় দিয়ে চালা, ঘরের বেড়া দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ যুগে সব সম্ভব। পরে কথা হবে।

অভিযুক্ত বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, “আমি বিএনপি করি বলেই ষড়যন্ত্রমূলকভাবে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি সঠিক তদন্ত দাবি জানাচ্ছি।”

পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা বলেন, ঘটনা জানার পরেই আমি খোঁজ-খবর নিয়েছি। ইউনিয়ন সভাপতি রেজাউল এই ঘটনায় জড়িত ছিল না। অন্য কোনো দলীয় নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে গোটা বিষয়টি পুলিশ সঠিক ভাবে তদন্ত করবে বলে আশা করি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, ঘটনার দিন আমি বাড়ি না চেনায় দুজনকে সাথে নিয়েছিলাম। শুনেছি তাদের একজন বিএনপি নেতা । তাকেও আসামি করা হয়েছে। আমরা ঘটনার দিনের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সব কিছু সঠিক ভাবে তদন্ত করা হচ্ছে। সিডি আর সংগ্রহ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মামলা,আসামী,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত