ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নির্মাণাধীন মার্কেট থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে নির্মাণাধীন মার্কেট থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার একটি নির্মাণাধীন বহুতল মার্কেট থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, একই এলাকার ফলিয়া গ্রামের মাসুদ রানা (৪০) ও এনায়েতপুর গুচ্ছ গ্রাম মহল্লার খাদেম আলী (৪৫)। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বহুতল মার্কেটের কাজ চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ২ শ্রমিক ওই মার্কেটের ৬ তলা থেকে রশি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হয় এবং আহত খাদেম আলীকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নিয়ামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ২ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শ্রমিক,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত