কক্সবাজারের মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। একই সাথে মহেশখালী ঘাটে স্থাপন করা হয়েছে পন্টুন।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ১০ কিমি সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। পরে ৫ আগস্টের পর ছাত্র-জনতার দাবিতে এই সি ট্রাক চালু করা হয়েছে।
বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি ট্রাক চালু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, আমাদের দ্বীপবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চালু করার। অবশেষে আজ সে স্বপ্ন ধরা দিয়েছে। এতে দ্বীপের মানুষের দুর্ভোগ কেটে যাবে।
মহেশখালী উপজেলা পরিষদেন সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, মহেশখালীবাসী দীর্ঘদিন এই নৌ-রুটে মারাত্মক ভোগান্তি সয়ে আসছে। সম্প্রতি এই ভোগান্তি লাঘব প্রশাসন ও পেশাজীবীরা উদ্যোগ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে আজ একই দিন মহেশখালী ঘাটে পন্টুন ও যাত্রী পরিবহণে সি ট্রাক চালু করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান। আমরা তার কাছে কৃতজ্ঞ।