ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের কাফন মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের কাফন মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবি আদায় ও কুমিল্লা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চত্বর এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, কারিগরি ছাত্র আন্দোলন প্রতিনিধি তানভীর আলম মুগ্ধ, রাউফুল হাসান লাবীব, রাজিতা ভ‚ঁইয়া, রায়হান সেখ, হাবীব সেখ, রবিন সরকার, আশিক, সাইমন প্রমূখ। শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো, ১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা, ২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতাম‚লক "ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকা, ৩. ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেয়া, ৪. পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করা, ৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং ৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা। উল্লেখ্য, গত ১৮ মার্চ মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ক্রাফট ইন্সট্রাক্টর পদ হতে ৩০% পদোন্নতি দিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগের আদেশ দেয়া হয়। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের পদ কমে যাওয়ায় এ কর্মস‚চি অনুষ্ঠিত হয়। এছাড়া মোমবাতি পরজননসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

কাফন,মিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত