ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিএনজি স্ট্রান্ডের ইজারার টাকা তোলা নিয়ে

সিরাজগঞ্জে বিএনপি নেতার উপর হামলা বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে বিএনপি নেতার  উপর হামলা বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে বিএনপির এক নেতাকে মারপিট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত নেতাকর্মীদের দায়ী করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা ইজারা তুলতে এসে মটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের ছবি নামিয়ে ফেলতে বলা হয়। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদের পক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিএনপি নেতা আজাদকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাতুড়ি ও রড দিয়ে মারপিট করে। \

এ সংবাদে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা আজাদ উল্লাপাড়া মটর মালিক সমিতির কার্যালয়ে যাওয়া আসা করেন। তবে এ বছর সিএনজি স্ট্যান্ডের জামায়াত শিবির ইজারা পেয়েছেন। অপরদিকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবী করছেন, ইজারার টাকা তুলতে গিয়ে ওই বিএনপি নেতার লোকজন বৃহস্প্রতিবার বিকালে ও শুক্রবার সকালে ২ দফা মারধর করা হয়েছে। এ ঘটনার জেরে আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল এলাকায় এখনও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ,মিছিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত