সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামকস্থান থেকে পিকআপ ভ্যান চালক রাশেদুল ইসলামের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে তাড়াশ পৌর এলাকার ওয়াপদাবাধ মহল্লার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যান চালক।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে স্থানীয় বাজারের চা স্টল থেকে ওই পিকআপ ভ্যান চালক নিহত হয় এবং পরিবারের লোকজন তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। ওইদিন রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। শনিবার সকালে উল্লিখিত স্থানে তার গলাকাটা লাশ দেখে স্থানীয়রা। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে এ নির্মম এ হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এদিকে এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।