সিরাজগঞ্জে ১,০০০ শয্যাবিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে তিনটি বিশেষায়িত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আমরা চাই, এর একটি সিরাজগঞ্জে স্থাপন করা হোক।”
তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সিরাজগঞ্জের ভূগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা নদীর ওপর সেতু ও রেলসেতুর মাধ্যমে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। পাশাপাশি এখানে একটি ইকোনমিক জোন ও বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠিত হওয়ায় প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।”
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তাঁত শিল্প ও বাণিজ্যের জন্য প্রসিদ্ধ সিরাজগঞ্জ জেলা অতীতে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই এ জেলায় একটি আধুনিক মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠা করা এখানকার মানুষের প্রাণের দাবি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক সভাপতি আনিসুর রহমান, পিপি অ্যাডভোকেট রফিক সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা তালুকদার, ডা. আব্দুস সামাদ আজাদ খোকন, পরিচালক প্রদীপ কুমার, মশিউর আলম, সাবেক পরিচালক রফিক খানসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।