ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হামলার ঘটনায় গ্রেফতার ১

সিরাজগঞ্জে বিএনপি নেতাকে হামলার ঘটনায় গ্রেফতার ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে বিএনপির নেতাকে হাতুড়িপেটা ও মারপিটের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ এ মামলার প্রধান আসামি পৌর জামায়াতের সদস্য হাফিজুর রহমানকে (৩৪) গ্রেফতার করেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার বিকালে জামায়াতের নেতাকর্মীরা ইজারার টাকা তুলতে আসে এবং মটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের ছবি নামিয়ে ফেলতে বলা হয়।

এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদের পক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিএনপি নেতা আজাদকে শুক্রবার জুম্মা নামাজ পড়ে বাসায় ফেরার পথে থানা সড়ক এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাতুড়ি ও রড দিয়ে মারপিট করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং শনিবার সকালে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে আহত আজাদের ছোট ভাই বিএনপির নেতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন। এ মামলার ওই প্রধান আসামি জামায়াত নেতাকে শুক্রবার রাতে সলপ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

এদিকে বিএনপি নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সিরাজগঞ্জ, উল্লাপাড়ায় বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত