ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শেরপুরে ৪০ বোতল বিদেশি মদ ও অটোরিকশা উদ্ধার

শেরপুরে ৪০ বোতল বিদেশি মদ ও অটোরিকশা উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় র‌্যাবের অভিযানে ৪০ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ৩৫ মিনিটে ঝিনাইগাতী থানার রাংটিয়া গ্রামের ৩ নম্বর নলকুড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৫,০০০ মিলিলিটার বিদেশি মদ (৪০ বোতল) এবং একটি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মদ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত