ঢাকা শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মাওলানা আমিরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা লুৎফর রহমান, মো. আমজাদ হোসেন ও মো. মুন্নাফ চৌধুরী।

এসময় বক্তারা জানান, দীর্ঘ ৩৯ বছর ধরে কোনো বেতন ভাতা ছাড়াই শিক্ষকতা করে আসছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। ২০২৫ সালের জানুয়ারিতে সরকার জাতীয়করণসহ তাদের ৬ দফা দাবি পূরণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এ দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে এই মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা আরও জানান, আগামী ১২ মে’র মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ১৩ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন তারা।

মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

ইবতেদায়ী,দাবি,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত