ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে লাশে আগুন, স্বামী পলাতক

আশুলিয়ায় স্ত্রীকে হত্যা করে লাশে আগুন, স্বামী পলাতক

আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিক-কে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে । খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কামাল হোসেন পোশাক শ্রমিক নিহতের বিষয়ে নিশ্চিত করেন।

নিহতের নাম মোছা. রোকসানা আক্তার (২৫)। ঘটনার পর থেকে স্বামী সোহাগ পলাতক রয়েছে। তারা দুজনে টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় ভাড়া থাকতেন। সোহাগ পেশায় পিকাপ চালক।

পুলিশ জানায়, আশুলিয়ার টংগাবাড়ি কালাম মাদবরের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে এরা দুজন বাসা ভাড়া করে থাকতো। সকালে রুমের ভিতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে কক্ষের ভিতর পোশাক শ্রমিক রোকসানার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় তার স্বামী। আশেপাশের মানুষ আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে হত্যার পর আলামত নষ্ট করার জন্য আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল। গলায় ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে।নিহতের বোন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

হত্যা,আগুন,পলাতক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত